মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী হাসান আলী (১৭) নিহত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরস্থ পল্লবী মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৭) বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের থানা পাড়া মহল্লার মিলন হোসের ছেলে এবং
সে চলতি ২৫সালের এসএসসি পরীক্ষার্থী। এঘটনায় আহত নাঈম( ১৭) একই মহল্লার নিয়ামুল হক ভোলার ছেলে।
থানা সুত্রে ও স্থানীয়রা জানান, সরবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে মোটরসাইকেল ড্রাইভ করে দুই বন্ধু নাঈম(১৭) ও হাসান আলী(১৭) যাচ্ছিল। এসময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরস্থ পল্লবী মোড়ে পিছন দিকে থেকে একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলে সজরে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে থাকা এসএসসি পরীক্ষার্থী হাসান আলী(১৭) গুরুত্ব আহত হয়। স্থানীয় লোকজন আহত হাসান আলীকে দ্রুত উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে তার বন্ধু নাঈদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন। এসময় পিকআপটি ধাক্কা দেওয়া পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামে এক এস এস সি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।