ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর অনাস্থা প্রকাশ করে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম `কারিগরি ছাত্র আন্দোলনের` সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, “পূর্বেও এমন কমিটি গঠন হয়েছিল, কিন্তু দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি হয়নি। তাই এবারও সেই একই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা আস্থা রাখতে পারছে না।”
তিনি আরও জানান, বৃহস্পতিবার ঢাকায় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগ থেকে প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন বলেও তিনি জানান।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে চলমান আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে সেই ঘোষণায় শর্ত ছিল—দাবি বাস্তবায়নে গড়িমসি হলে তারা ফের আন্দোলনে ফিরবেন।
প্রসঙ্গত, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন উপদেষ্টা ও একজন সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন।
