ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) লাগাতার হামলায় সোমবার একদিনেই ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাতে।
ওয়াফা জানিয়েছে, দিনভর বিভিন্ন স্থানে চালানো হামলায় দক্ষিণের খান ইউনিস শহর এবং আল শরিফ শরণার্থী শিবিরে ১৩ জন নিহত হন। গাজা সিটিতে প্রাণ হারান আরও ১৯ জন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও বেইত লাহিয়াতেও হতাহতের ঘটনা ঘটেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩ হাজার ৩০০ জন, আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মাত্র দুই মাসের মাথায় তা ভেঙে ১৮ মার্চ থেকে নতুন করে আক্রমণ শুরু হয়। দ্বিতীয় দফার অভিযানে এ পর্যন্ত আরও ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।
